বাংলাদেশে নিজ দেশের পতাকা উড়িয়ে প্র্যাকটিস করার ঘটনায় পাকিস্তান ক্রিকেট দলকে ফেরত পাঠানোর দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবে বাতিঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
মুরাদ হাসান বলেন, আমি মনে করে পতাকাসহ তাদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। আমাদের চেতনায়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। পাকিস্তানের পতাকা লাগিয়ে কীসের প্র্যাকটিস। নাটক; সিনেমা; ভণ্ডামি। এগুলো করতে দেওয়া উচিত না।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের ক্রিকেটকে আজ বিশ্বমানে উন্নীত করেছেন। বিশ্বে যারা পরিচিত এবং ভালো ক্রিকেট খেলে তারা বাংলাদেশে আসবে এতে অসুবিধার কিছু নেই।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন বাঙলার মাটিতে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি, এমন সময় পাকিস্তান ক্রিকেট টিমের তাদের চাঁনতারা পতাকা দিয়ে প্র্যাকটিস করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করি না।
উল্লেখ, বাংলাদেশ সফরে এসে মাঠে পতাকা উড়িয়ে প্র্যাকটিস করছে পাকিস্তান। এরপর থেকেই এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত