কোটি কোটি বছর আগে পৃথিবীতে কোন কোন প্রাণীর বিচরণ ছিল, সে তথ্য জানায় জীবাশ্ম বিজ্ঞান। এবার রহস্য উন্মোচিত হলো পাঁচটি ডিমের।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে ব্রাজিলের সবচেয়ে জনবহুল শহর সাও পাওলোতে পাওয়া যায় ডিমগুলো। ছয় থেকে আট কোটি বছর আগের ডিমগুলো প্রায় ফোটার উপক্রম হয়েছিল। কিন্তু এর আগেই পলিমাটির নিচে চাপা পড়ে। সেই থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এতে কারও স্পর্শ লাগেনি। এতদিন এগুলোকে কুমিরের ডিম মনে করা হয়েছিল। ফসিল বা জীবাশ্মবিদরা বলছেন- এগুলো কুমিরের নয়, ডাইনোসরের।
সম্প্রতি এ সংক্রান্ত গবেষক দলের নেতৃত্ব দেন সাও পাওলোর মারিলিয়ায় অবস্থিত পায়েন্টোলজিক্যাল মিউজিয়ামের ফসিল বিশেষজ্ঞ উইলিয়াম রবার্টো নাভা।
তিনি বলেন, আবিস্কারের পর ডিমগুলো কুমিরের বলে ধারণা করা হলেও বিস্তর গবেষণায় সেই ধারণা ভুল প্রমাণিত হয়। কুমিরের ডিম সাধারণত তিন ইঞ্চির বেশি লম্বা হয় না, খোলস তুলনামূলকভাবে পাতলা হয়। আর এ ডিমগুলো লম্বায় একেকটি চার থেকে পাঁচ ইঞ্চি এবং প্রস্থে দুই থেকে তিন ইঞ্চি। খোলসও অনেক পুরো। তবে কোনো একটাতে ভ্রূণ পাওয়া গেলে ব্যাপারটা আরও চমৎকার হতো।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত