পটুয়াখালী কারাগার থেকে মুক্তি পেলেন আরো ৩১ ভারতীয় জেলে

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে নৌবাহিনীর হাতে আটক ভারতীয় ৩১ জেলেকে মুক্তি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তিপান এসব জেলেরা।

পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, দু’দেশের বন্দিবিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি এসএস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়েছে। তাদের কলাপাড়া থানায় পাঠানো হয়েছে। কোস্টগার্ড সেখান থেকে তাদের ট্রলারসহ ভারত-বাংলাদেশের জলসীমানায় নিয়ে ভারতের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করবে।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর রাতে টহল চলাকালে বাংলাদেশের জলসীমানা থেকে দুটি ট্রলিং ট্রলারসহ ভারতীয় এসব জেলেকে আটক করেন বানৌজা শহীদ আখতার উদ্দিন জাহাজে কর্তব্যরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এ সময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জলসীমা আইনে তাদের নামে কলাপাড়া থানায় মামলা হয়েছে। পরে তাদের কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক সবাইকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তিপান ৬৪ ভারতীয় জেলে।