শাহজাহান সোহেল
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার পঞ্চগড় বিএনপি কার্যালয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সংগঠনটির নেতাকর্মীদের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, রক্তদান কর্মসূচি, র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়।
১৯৮০ সালের ১৯ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, মোঃ মাহমুদার রহমান মাহবুব'র সভাপতিত্বে, সদস্য সচিব আনোয়ার হোসেন তাপস এর সঞ্চনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মোঃ জহিরুল ইসলাম কাচ্চু, আহবায়ক জেলা বিএনপি, বিশেষ অতিথি- অ্যাডভোকেট মোঃ আদম সূফি, যুগ্ম আহবায়ক জেলা বিএনপি, মির্জা নাজমুল ইসলাম কাজল, রুবেল পাটোয়ারী সদস্য জেলা বিএনপি, মোঃ সাহেব আলী, আহবায়ক সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল পঞ্চগড়, সদস্য সচিব মোঃ আতিকুর রহমান বাধন, দপ্তর সম্পাদক জাহানুর রহমান রিপন, সহ-দফতর সম্পাদক মোঃ শাহজাহান আলী সহ সকল জেলা, উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত