পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নির্বাচনি সহিংসতায় ধারালো অস্ত্রের আঘাতে নৌকা প্রতীকের এক চেয়ারম্যান প্রার্থীর কর্মীর হাতের কবজি কেটে গেছে। বুধবার রাতে এ সহিংসতা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়ন পরিষদের (ইউপি) নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনি সভা শেষে প্রচারে নামেন তার কর্মী-সমর্থকেরা। এ সময় ফুলঝুড়ি পাতাকাটা নামক এলাকায় তার কয়েকজন কর্মী-সমর্থক লিফলেট নিয়ে প্রচারে গেলে প্রতিপক্ষেরা তাদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ধারালো অস্ত্রের আঘাতে চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের কর্মী বিপ্লব বেপারীর হাতের কবজি কেটে যায় এবং তিনি মারাত্মকভাবে জখম হন।
পরে তাকে আহত অবস্থায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত