নেপাল সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

নেপালে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।

এসময় বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে ছিলেন ডিপ্লোমেটিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তরা।

সফরে নেপালের রাষ্ট্রপ্রধান বিদ্যা দেবী ভান্ডারীর সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি। সর্বশেষ ৪৮ বছরে এটিই ছিল কোনো বাংলাদেশি রাষ্ট্রপতির প্রথম নেপাল সফর।

নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে রাষ্ট্রপতিকে বিদায় জানান সেদেশের রাষ্ট্রপতি।