নীলফামারীর ডোমারে জেঁকে বসেছে শীত, ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ । শীতের এই উষ্ণতায় সহযোগিতার হাত বাড়িয়ে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এভারগ্রীন ৮৯-৯১ ব্যাচ।
এভারগ্রীন এসএসসি- ৮৯,এইচএসসি-৯১ ব্যাচ ডোমার উপজেলা আয়োজিত সোমবার (২৫জানুয়ারি) বিকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী দোলাপাড়া জামে মসজিদ মাঠে এলাকার শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে।
সমাজ সেবক নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু। বিশেষ অতিথি হিসাবে, দেবীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক আলী রেজা মোর্শেদ,ডোমার মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক লুলু-আল- মাকনুন, বামুনিয়া কালীতলা সপ্রাবি’র প্রধান শিক্ষক শরিফুল ইসলাম মানিক, দক্ষিণ নওদাবস সপ্রাবি’র প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বাগডোকরা বসুনিয়া পাড়া সপ্রাবি’র সহকারী শিক্ষক মায়েদুল হক বসুনিয়া তুর্য, বিশিস্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম শিমুল, খালিদ মাহামুদ, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাঃ সম্পাদক আনিছুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত শেষে অসহায় মানুষের মাঝে একশত কম্বল ও একশত সোয়েটার বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত