নির্বাচন কমিশন আইন প্রণয়ন করার অধিকার এই সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে এই আইন গ্রহণযোগ্য হবে না। কারণ এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত কোন সংসদ নয়।
তিনি বলেন, এই আইন শুধু আমাদের কাছে নয় দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। যে আইন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় সেটা কেউ মানবে না।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ‘বাকশাল: গণতন্ত্র হত্যার কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন বিএনপি মহাসচিব।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ ভেবেছে নির্বাচন কমিশন আইন করে বেঁচে যাবেন। কিন্তু বাকশাল করেও তারা বাঁচতে পারেনি। এই আইন প্রণয়ন করেও তারা বাঁচতে পারবে না।
মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করবে, এমন কোন রাজনৈতিক চরিত্রই তাদের ছিল না। যার কারণে সিরাজুল হক সাহেব, আসম আব্দুর রব সাহেবের মতো লোকেরা আওয়ামী লীগ থেকে বের হয়ে এসে সেদিন প্রতিরোধ সৃষ্টি করেছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এ কে এম ফজলুল হক মিলন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমসহ কয়েকজন নেতা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত