২০২৫ সালের শেষদিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে- এমন বক্তব্য থেকে সরে এসেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নির্বাচনের সময়সীমা নিয়ে তার বক্তব্য গতকাল ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন নাকচ করে দেওয়ার পর আজ তিনি নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে আজ আসিফ নজরুল বলেন: একটি টিভি আলোচনায় শর্তভিত্তিক ধারণা ও অনুমানকে কিছু গণমাধ্যম নির্বাচনের ঘোষণা হিসেবে দেখাচ্ছেন। বিনয়ের সাথে বলছি, এটা সঠিক নয়।
নির্বাচন নিয়ে একটি ব্যাখা শিরোনামে ফেসবুক দেওয়া পোস্টে আইন উপদেষ্টা বলেন: ‘‘সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়তো আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।
সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখা করেছি, যেমন: সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রনয়ণ ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়তো হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান।
এই শর্তভিত্তিক ধারণা ও অনুমানকে কিছু গণমাধ্যম নির্বাচনের ঘোষণা হিসেবে দেখাচ্ছেন। বিনয়ের সাথে বলছি, এটা সঠিক নয়।
নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন।’’
এর আগে গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৫ সালে নির্বাচন হবে বলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের করা মন্তব্য নাকচ করে দিয়েছেন। একই সাথে নির্বাচন নিয়ে সেনাপ্রধানের মন্তব্যও সরকারের সিদ্ধান্ত নয় বলে জানান।
ধর্ম উপদেষ্টা বলেছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও সেনা প্রধানের বক্তব্য সরকারের বক্তব্য নয়। সরকার যতদিন নির্দিষ্ট করে বলবে না ততদিন নির্বাচনের সময় নির্ধারিত নয়।
নির্বাচন নিয়ে সার্বিকভাবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, একটি সরকারের পতন হয়েছে। সেই সরকারের অবশিষ্ট সময় পূরণের জন্যই অন্তর্বর্তকালীন সরকার বসানো হয়েছে। তার চেয়ে বড় কথা রাষ্ট্র সংস্কার প্রসঙ্গ। সংস্কার না করে নির্বাচন দিলে রাষ্ট্র নড়বড়ই থেকে যাবে। তাই সরকার সংস্কারে গভীরভাবে কাজ করছে।
ধর্ম উপদেষ্টার এমন বক্তব্যের একদিন পর আইন উপদেষ্টা আসিফ নজরুল টকশোতে দেওয়া তার বক্তব্যের বিষয় গণমাধ্যমে সঠিকভাবে আসেনি উল্লেখ করে আজ এই ব্যাখ্যা দিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত