শিল্পী সমিতির নির্বাচনে ভোট শুরুর সময় সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ ও তাদের প্যানেলের আরও দুজন নারী প্রার্থীর কাছে কিস চেয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নিপুণ।
এসময় পীরজাদা হারুনের গালে চড় মেরে তখনই নির্বাচন বয়কট করা দরকার ছিল বলেও মন্তব্য করেন নিপুণ।
তিনি বলেন, আমরা কিস করিনি। তিনি, জায়েদ খান ও এফডিসির এমডি একটি চক্র। এই চক্র অনিয়ম করে আমাকে হারিয়েছে।
এসময় পীরজাদা হারুনের বিরুদ্ধে তদন্ত করে তাকে সরকারি চাকরি থেকেও বরখাস্ত করার দাবি জানান এই অভিনেত্রী।
নিপুণ বলেন, জায়েদ খান টাকা দিয়ে ভোট কিনেছে। প্রধান নির্বাচন কমিশনার ও এফডিসির এমডির চক্র মিলে তারা অনিয়ম করেছে। শুধু এই পদে নির্বাচন স্থগিত করে আবার ভোট নিতে হবে। নাহলে আমি উচ্চ আদালতে যাব।
সংবাদ সম্মেলনে জায়েদ খানের সাথে অজ্ঞাত একজনের নির্বাচন প্রভাবিত করার কনভারসেশন তুলে ধরেন নিপুণ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত