ভোলা: ভোলায় নিখোঁজ হওয়ার ৩ দিন পর পুকুর থেকে আব্দুল্লাহ আল ফাহাদ (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা সদর পৌরসভা ৮নং ওয়ার্ডের পিটিআই আদর্শপাড়া থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।নিহত শিশু আব্দুল্লাহ আল ফাহাদ ওই এলাকার মো. এমরান হোসেনের ছেলে।
জানা যায়, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে নিখোঁজ হয় শিশু ফাহাদ।পরে শিশুটিকে খোঁজখুজি করে কোথাও না পেয়ে পরে পরের দিন শিশুটির পরিবার ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে।
শিশুর স্বজনরা জানায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শিশু ফাহাদ তার মায়ের সঙ্গে নিজ বসতঘর থেকে রাস্তায় বের হয়। মা-ছেলে ঘর থেকে বেরিয়ে প্রয়োজনীয় কাজ সেরে বাসার দিকে ফিরে যাওয়ার সময় মা পেছনে ফিরে তাকিয়ে দেখেন শিশুটি তার পেছনে নেই। গত ৩ দিন ধরে ভোলার বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে কোথাও পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের বসতঘরের পেছনের একটি পরিত্যক্ত পুকুরে ফাহাদের মরদেহ ভেসে উঠতে দেখে পরিবারের সদস্যরা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত হোসেন পারভেজ বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি শিশুটি পানিতে ডুবে মারা গেছে। তবে শিশুটি নিখোঁজ ছিল। এবিষয়ে নিখোঁজ শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিলো।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত