নিউজিল্যান্ড রয়্যাল নেভির একটি জাহাজ সাগরে তলিয়ে গেছে। তবে জাহাজে থাকা ৭৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। জানা গেছে, জাহাজটি একটি প্রবাল প্রাচীরের জরিপ পরিচালনা করার জন্য সামোয়া থেকে ছেড়ে গিয়েছিল।
নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি খুব সম্ভবত প্রবাল প্রাচীরের আঘাতে ডুবে গেছে। তবে জাহাজে থাকা ৭৫ জন নাবিককেই উদ্ধার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ডুবে যেতে থাকা এইচএমএনজেডএস মানাওয়ানুই জাহাজটির নাবিকদের উদ্ধার করতে ইমার্জেন্সি সার্ভিস রাতভর কাজ করে। সামোয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, একটি ফায়ার রেসকিউ দল ৭৫ জন ক্রু সদস্যকে উদ্ধার ও চিকিৎসা করার জন্য গত রাত থেকে আজ সকাল পর্যন্ত কাজ করেছে।
সামোয়া ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস অথরিটি জানিয়েছে, সৌভাগ্যবশত, কেউ গুরুতর আহত হয়নি এবং কোনো প্রাণহানি হয়নি।
নিউজিল্যান্ডের কমোডর শেন আর্নডেল নিশ্চিত করেছেন, এইচএমএনজেডএস মানাওয়ানুই জাহাজে থাকা ৭৫ জন নাবিক এবং যাত্রী সামোয়াতে নিরাপদে পৌঁছেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত