নরসিংদীতে রিজন মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
শনিবার (৩১ আগস্ট) রাত বারোটার দিকে পৌর শহরের বাসায় শহীদ ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় বাসাইল এলাকায় ট্রমা সেন্টারের কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে বের হন রিজন মোল্লা।
এই সময় ঈদগাহ মাঠের কাছে পৌঁছলে পূর্ব থেকে উৎপাতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয় এবং তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রিজন মোল্লা বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে এবং জেলা মৎসজীবিলীগের কার্যকরী সদস্য ছিলেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল কবির আরিফ বলেন ,মৃত অবস্থায় তাকে হাসপাতালের আনা হয়েছে ।শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত