নববর্ষে নতুন প্রত্যাশায় প্রিয়দেশ নিউজ এর শুভেচ্ছা

16

করোনা মহামারিতে বিপর্যস্ত ২০২০ সাল বিদায় নিয়েছে। মহাকালের আবর্তে একটি বছর হারিয়ে গেছে। আমরা উপনীত হয়েছি ২০২১ সালে। আজ ০১-০১-২০২১। নতুন বছরের এ শুভলগ্নে প্রিয়দেশ নিউজ এর সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার।

বিগত বছরটি বিশ্ব প্রেক্ষাপটেই আলেচিত ছিল। আতঙ্ক ছিল। টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে সবাই। সেই প্রেক্ষাপটে বাংলাদেশও এর বাইরে ছিল না। দেশের বহু মানুষও এই মহামারিতে প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন। আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।

এতকিছুর পরও মানুষের লড়াই করে টিকে থাকার বিষয়টি লক্ষণীয়। এটাই আমাদের সাহস যোগায়। আমরা আরও দেখেছি মহামারিতে মানুষকে মানুষের পাশে দাঁড়াতে। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এ কথাটি যেন আরও অর্থপূর্ণ হয়ে উঠেছে মহামারিকালে।

দেশের সাধারণ মানুষ, সরকার, ডাক্তার, পুলিশ, সাংবাদিক সহ সংশ্লিষ্ট সবার অংশগ্রহণে করোনা মহামারি মোকাবেলা করা সক্ষম হয়েছে। এজন্য সবাইকে আমরা অভিবাদন জানাচ্ছি। এভাবেই সামনের দিনগুলোতে আমরা সব ধরনের বাধা অতিক্রম করতে পারবো বলে আশা করি।

২০২১ সালে বিশ্বের শত শত কোটি মানুষ তাকিয়ে আছে ভ্যাকসিনের দিকে। এ আশায় তারা বুক বেঁধেছে। বাংলাদেশের মানুষেরও সেই আশা। ইতোমধ্যে ভ্যাকসিন পাওয়ার বিষয়ে অগ্রগতিও হয়েছে। দেশের সাধারণ মানুষ যেন যথাসময়ে পর্যাপ্ত ভ্যাকসিন পায় সেজন্য যথাযথ কর্তৃপক্ষকে যথাযথ ভূমিকা পালন করতে আমরা আহ্বান জানাচ্ছি।

এছাড়াও নতুন বছর হোক মাস্কবিহীন চলাফেরার স্বাধীনতার বছর, আমরা সেই কামনা করছি। নববর্ষের এই শুভক্ষণে সবার মঙ্গল কামনা। হ্যাপি নিউ ইয়ার ২০২১।