নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দুুর্নীতি দূর করে বিচার বিভাগকে আরও গতিশীল করাই এ মুহূর্তে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে যেভাবেই হোক বিচার বিভাগ থেকে দুর্নীতি দূর করবেন বলে তিনি জানিয়েছেন।
প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর সাক্ষাৎকারে গণমাধ্যমকে তিনি একথা বলেন।
এসময় প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
শুক্রবার শপথ পাঠ ও নতুন বছরের প্রথম দিন দায়িত্ব গ্রহণ করবেন নবনিযুক্ত প্রধান বিচারপতি। দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ।
হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুর গফুর মোল্লা, মায়ের নাম নূরজাহান বেগম। তিনি ১৯৭২ সালে খোকসা জানিপুর পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। আইএসসি পাস করেন ১৯৭৪ সালে সাতক্ষীরার সরকারি পিসি কলেজ থেকে। এরপর বিএ পাস করেন সাতক্ষীরা সরকারি কলেজ থেকে। আর এমএ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। পরবর্তীতে ধানমন্ডি ল’ কলেজ থেকে এলএলবি পাস করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত