মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা নিরাময় হাসপাতাল হতে মঙ্গলবার রাতে নবজাতক নিখোঁজের ঘটনা আপোষ করা হয়েছে। বিভিন্ন ব্যক্তিবর্গের অনুরোধে ভুক্তভোগী পরিবার অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছে বলে জানা যায়।
ভুক্তভোগী পরিবার জানায়, নবজাতক নিখোঁজের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছে ক্ষমা চেয়েছে। পরে বিভিন্ন লোকজনের অনুরোধে তাদের সাথে একটি আপোষনামা হয়। যদি ঘটনাটি সঠিক তদন্তের কাজে তাদেরকে ডাকা হয়, তবে তারা আসবেন বলে জানান রোগীর শ্বশুর রুহুল আমীন।
কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম শিবলী রহমান জানান, ঘটনাটি তদন্তের আগ পর্যন্ত ভুরঘাটা নিরাময় হাসপাতাল কর্তৃপক্ষকে মৌখিকভাবে হাসপাতালটি বন্ধ রাখতে বলা হয়েছে। আপোষ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ তুলে নেয়া হলেও স্বাস্থ্য বিভাগের পক্ষ হতে উক্ত ঘটনার তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মাঝে একটি আপোষনামার কপি থানায় জমা দেয়া হয়েছে। তবে হাসপাতালটিতে ঘটে যাওয়া ঘটনায় পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মৌখিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনো খোলা রাখা হয়েছে ভুরঘাটা নিরাময় হাসপাতালটি। চালিয়ে যাওয়া হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। এলাকাবাসী বলছে, এভাবে চলতে থাকলে কখনোই বন্ধ করা যাবে না অপচিকিৎসা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।