ভোলা প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলায় আজ বজ্রপাতে লোকমান হোসেন (৪৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে বদরপুর ইউনিয়নের নবীর চর এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত লোকমান একই ইউনিয়নের চরপাতা গ্রামের আব্দুল ওয়াহাব ব্যাপারীর ছেলে।
লালমোহন থানা পুলিশের এসআই মোঃ আবুল কাশেম জানান, ভোরে জেলে লোকমান বাড়ি থেকে বের হয়ে নবীর চর এলাকায় যায়। এ সময় তিনি নদী থেকে জাল তুলছিলেন। হঠাৎ আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই লোকমানের মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত