নারায়ণগঞ্জের ফতুলায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির চার দিন পর নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) তাদের মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধারকাজ চালানো শুরু হয়েছে।
গত ৫ জানুয়ারি সকালে ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এমভি ফারহান-৬ এর লঞ্চের যাত্রী আলী আজগর জানান, সকাল সাড়ে ৮টার দিকে ভোলা থেকে ঢাকাগামী এমভি ফারহান-৬ ট্রলারটিকে ধাক্কা দিয়ে দ্রুত সরে যায়। এসময় ট্রলারের যাত্রী বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে থাকে। আমি তাৎক্ষণিকভাবে ফায়ার স্টেশনে ফোন দেই।
সদরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (নদী ও বন্দর) স্টেশন অফিসার আব্দুল মালেক মোল্লা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান, ৫ জানুয়ারি সকালে সিপাহী পাড়া থেকে প্রায় ৭০ যাত্রী নিয়ে একটি ট্রলার ধর্মগঞ্জ গুদারাঘাটের উদ্দেশ্য রওনা হয়। সাড়ে ৮টার দিকে ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে ভোলা থেকে ঢাকাগামী এমভি ফারহান -৬ নামে একটি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলার উল্টে যায়। এসময় অধিকাংশ যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলে ১০ জন নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত ও নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত