ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মশাল মিছিল

দেশ ব্যাপী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মশাল মিছিল বের করেছে ঠাকুরগাঁও জেলা ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের ছাত্র ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা ছাত্র ইউনিয়ন অফিস চত্বরের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর,সদর উপজেলা শাখার আহবায়ক ফারিহা আফরিন ঐশী।
সভায় বক্তারা রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনের সড়কে ধর্ষণবিরোধী কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১০ জন আহতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা এ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন সারা দেশে ধর্ষণ ও নিপীড়ন দিন দিন বেড়ে যাচ্ছে। অবিলম্বে দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন বক্তারা।