দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে বেশ কিছু পৌরসভার চূড়ান্ত ফল পাওয়া গেছে। প্রথম ধাপের মতো এই ধাপেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ভালো ফল করেছেন।
বিজয়ী যারা
নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আবদুল কাদের মির্জা।
ফেনীর দাগনভূঞায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক খান।
রাজশাহীর ভবানীগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক।
রাজশাহীর কাকনহাটে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান।
বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগ প্রার্থী মতিউর রহমান মতি।
খাগড়াছড়ি সদরে আওয়ামী লীগ প্রার্থী নির্মলেন্দু চৌধুরী।
বান্দরবানের লামায় আওয়ামী লীগ প্রার্থী জহিরুল ইসলাম।
কিশোরগঞ্জের কুলিয়রচরে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট হাসান সারোয়ার মহসীন।
চট্টগ্রামের সন্দীপে আওয়ামী লীগ প্রার্থী মোক্তাদির মাওলা সেলিম।
দিনাজপুর বিরামপুরে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাক্ষ আক্কাস আলী।
নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগ প্রার্থী মনিরুজ্জামান মনির।
নওগাঁর নজিপুরে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম।
হবিগঞ্জের নবিগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী।
মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা।
মাগুরা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী খুরশীদ হায়দার টুটুল।
কুষ্টিয়া সদরে আওয়ামী লীগের আনোয়ার আলী।
কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুল কবির।
কুষ্টিয়া মিরপুরে আওয়ামী লীগ প্রার্থী হাজি এনামুল হক।
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ প্রার্থী শামসুজ্জামান অরুন।
ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ প্রার্থী সেলিম রেজা।
নরসিংদীর মনোহরদীতে আওয়ামী লীগ প্রার্থী সুজন চৌধুরী।
পাবনার সাঁথিয়ায় আওয়ামী লীগ প্রার্থী মাহবুবুল আলম বাচ্চু।
বাগেরহাটের মোংলাপোর্টে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমান।
টাঙ্গাইলরে ধনবাড়ীতে আওয়ামী লীগরে বিদ্রোহী প্রার্থী মনরিুজ্জামান বকল।
দিনাজপুরের বীরগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেন।
বগুড়ার সান্তাহারে বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্ট।
বগুড়ার শেরপুরে বিএনপি প্রার্থী জানে আলম খোকা।
দিনাজপুর (সদর) বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম।
হবিগঞ্জ মাধবপুর উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান মানিক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনী ৬০টি পৌরসভার মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএমে ভোট হয়েছে। বাকিগুলোতে ব্যালটে ভোট হয়।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান জানান, দ্বিতীয় ধাপের জন্য ইসি প্রথমে ৬১টি পৌরসভার তফসিল ঘোষণা করলেও নীলফামারীর সৈয়দপুরের ভোটগ্রহণ স্থগিত করা হয়। অংশগ্রহণকারী একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে সেখানে ভোট স্থগিত করা হয়েছে।
তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছিল। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাসমূহে বিজিবি, পুলিশ, আনসার মোতায়েন করা হয়। এছাড়া মোবাইল টিম এলাকায় টহল দিয়েছে এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছিল। নির্বাচনী এলাকাসমূহে যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত