করোনাভাইরাস নির্মূলে দেশে টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিন আজ। সোমবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো টিকাদান কার্যক্রম শুরু হয়।
এর আগে রোববার করোনার টিকাদান কার্যক্রমের প্রথম দিন সারা দেশে ভ্যাকসিন নেন ৩১ হাজার ১শ' ৬০ জন।
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে সকাল থেকেই টিকা নিতে আসতে থাকেন অনেকে।
তবে, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দ্বিতীয় দিনের সকালে টিকা গ্রহীতার উপস্থিতি তেমন চোখে। হাসপাতালের কর্মকর্তারা জানান, রবিবার প্রথমদিনে টিকা দেয়ার পর তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কারো মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। টিকা নেয়ায় সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের আগ্রহের কথাও জানান তিনি।
দ্বিতীয় দিনেও ভ্যাকসিন গ্রহণে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। টিকাভীতি কেটে দিন দিন নিবন্ধনের সংখ্যাও বাড়ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত