দৌলতখানে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

এম এ আশরাফ, ভোলা:

ভোলা দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ওই অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় অধ্যক্ষ অধ্যাপক মতিউর রহমান এর সভাপতিত্বে কলেজের হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় এইচএসসি ২০২৪ সনের পরীক্ষায় জিপিএ- ৫ পাওয়ায় সানজিদা আলম আনিকা, সুমাইয়া শেফা, রুকাইয়া এশা, মরিয়ম বেগম, নাজিফা আক্তার, জান্নাতুন নাঈমা সান্তনা, ফারহানা আফরোজ, বিথীকা জাহান, অবন্তিকা দেবনাথ কে ক্রেস্ট প্রদান হয়।

বক্তব্য দেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক গোলাম কিবরিয়া, ইংরেজি বিভাগের প্রভাষক রিয়াজ সাহেদ,
পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুল খালেক, হিসাব বিজ্ঞানের প্রভাষক আসমা আক্তার, রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক নুরুজ্জামান সোহাগ সহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মতিউর রহমান বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরা সঠিক পরিচর্যার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠে আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরাই ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজে সাফল্যের স্বাক্ষর রাখবে।

তিনি জিপিএ-৫ প্রাপ্তদের উদ্দেশ্যে বলেন,
দেশ-জাতির চরম ক্রান্তিলগ্নে আজ সৎ ও দক্ষ নেতৃত্বের বড়ই অভাব। আগামীর বাংলাদেশ তোমরাই নেতৃত্ব দিবে। উচ্চ শিক্ষা গ্রহণ করে তোমরা সৎ ও দক্ষ নেতৃত্বের অভাব পূরণ করতে হবে। এসময় তিনি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন।