দুবছরের সাজা হওয়া মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা সোহেল
পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। গত বছরের ২০ নভেম্বর এই মামলায় তার দুই বছরের সাজা হয়েছিল।
সাজার ওই রায়ের বিরুদ্ধে হাবিব উন নবী খান সোহেল ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। গতকাল আদালত হাবিব উন নবী খানের আপিল মঞ্জুর করেন।
এ মামলায় দণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা ছিলেন- বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, যুবদলের সভাপতি সুলতাল সালাহ উদ্দিন টুকু, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রাজিব আহসান, ছাত্রদলের সাবেক সেক্রেটারি আকরামুল হাসান মিন্টু, হাবিবুর রশিদ হাবিব ও যুবদল দক্ষিণের সভাপতি এনামুল হক এনাম।
বিএনপির এ নেতার বিরুদ্ধে সাজা হওয়া আরও দুটি মামলা আপিল বিভাগে বিচারাধীন। তিনি এখন জামিনে মুক্ত আছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত