ভারতের পশ্চিমবঙ্গে যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৭ জুন) হিমালয়ের পাদদেশে অবস্থিত দার্জিলিংয়ের একটি পর্যটন কেন্দ্রের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এক্স পোস্টে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে চিকিৎসক, উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
অন্যদিকে, টেলিভিশনে প্রকাশিত দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষে এক ট্রেনের ওপর অন্য ট্রেনের একটি বগি উঠে গেছে। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। দুর্ঘটনার খবরে আশপাশের মানুষজন সেখানে ভিড় করছেন।
ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখপাত্র সব্যসাচী দে বলেন, নিহত আটজনের মধ্যে তিনজনই রেলকর্মী। নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে ঘটা এই দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে।
তিনি বলেন, মালবাহী ট্রেনের চালক একটি সংকেত উপেক্ষা করার কারণেই এই সংঘর্ষ হয়েছে। এতে যাত্রীবাহী ট্রেনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। তবে সেগুলোর তিনটিতেই পণ্য পরিবহন করা হচ্ছিল।
পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংযোগ রক্ষা করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি। গ্রীষ্মের এই সময়ে দার্জিলিং যেতে পর্যটকদের অন্যতম পছন্দ এই ট্রেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত