করোনার নতুন ধরন ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় আতঙ্ক ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে ভারতীয় ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের খেলা চালিয়ে গেলেও নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হওয়ার পরেই বাতিল হয়েছে। এবার স্থগিত করা হলো দেশটির ঘরোয়া ক্রিকেটও।
ওমিক্রন আতঙ্কে ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি দুই বোর্ড। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহ পেছাতে পারে কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর। তার আগেই দক্ষিণ আফ্রিকা বোর্ডের পক্ষে থেকে জানানো হয়েছে চতুর্থ রাউন্ডের চার দিনের যে ম্যাচগুলো এই মাসের ২-৫ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত করা হলো।
স্থগিতের কারণ এই প্রতিযোগিতাগুলোর একটিও জৈব সুরক্ষা বলয়ের মধ্যে হয়ে আসছিল না। দ্বিতীয় ডিভিশনের ম্যাচগুলোর সঙ্গে জড়িত একাধিক ক্রিকেটার করোনা পজেটিভ হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে ৷
ঘরোয়া ক্রিকেট নতুন করে শুরু করতে দলগুলোকে জৈব সুরক্ষা বলয়ের আওতায় আনার কথা ভাবছে বোর্ড। প্রায় সব ক্রিকেট খেলুড়ে দেশে ঘরোয়া ক্রিকেট জৈব সুরক্ষা বলয়ে অনুষ্ঠিত হলেও ব্যতিক্রম ছিল দক্ষিণ আফ্রিকা। এবার তারা ওমিক্রন আতঙ্কে ঘরোয়া ক্রিকেট বন্ধ করতে বাধ্য হলো।