শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে থানা কমপ্লেক্সের ভেতর থেকে আল আমিন নামের ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুপুরে থানা কমপ্লেক্সের ভেতর থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত