জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ত্রিশাল উপজেলা ছাত্রলীগ নেতা আবু জাফর শাহীদ বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে চলছে ‘মুজিব বর্ষের আহবান, তিনটি করে গাছ লাগান’ কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবেই মুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী শাহীদ বৃক্ষরোপন করেন।
এ বিষয়ে উক্ত ছাত্রলীগ নেতা শাহীদ বলেন, বিশ্বব্যাপী বৃক্ষনিধনের কারণে অক্সিজেন ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয়। এভাবে চলতে থাকলে খুব শিগগিরই বিশ্ব ধ্বংসের মুখে পড়বে। এজন্যই বিশ্বনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচি দিয়েছেন। এছাড়া মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে ছাত্রলীগের আয়োজনে নিয়মিত চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। তারই অংশ হিসেবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ন-সাধারণ সম্পাদক ছাত্রলীগ শামস ঈ নোমান ভাইয়ের নির্দেশনায় আমি বৃক্ষরোপন কর্মসূচি চালিয়ে যাচ্ছি।
বৃক্ষরোপন কর্মসূচিতে এসময় আপন, অনিক, মেধা, রাব্বি, ফরহাদসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত