আজ ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার বেলা ৩ টা গুলশান চেয়ারপার্সন অফিসে, চেয়ারপার্সন
ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি'র সাথে সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি ১৬ সদস্য প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়েছে। বিকেল তিনটা থেকে এই বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন এর মিডিয়া উইংক কর্মকর্তা শায়রুল কবির খান।নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটি।
চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু, মাহমুদ চৌধুরী , এছাড়াও বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য তাজভীরুল ইসলাম।
বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ,
বিএনপি আন্তর্জাতিক সম্পাদক ওচেয়ারপার্সন, পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম।
জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলে আছেন ডক্টর রফিক কোরকুসুজ কামাল কেয়া, মেহসুরেত আকিনলি,হোসনি ইয়াযযান,হান্না একবুলাট,ও রাসিম আয়তিনসহ ১৬ জন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত