৫ আগস্ট স্বৈরাচার পতনের পর সেদিনই বিএনপি নেতাকর্মীদের সব ধরনের অপরাধ থেকে দূরে থাকতে কঠোর নির্দেশনা দিয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে শুরু থেকেই বিএনপির যেসব নেতাকর্মী তারেক রহমানের কথা অমান্য করে অপকর্মে জড়িয়ে পড়ে তাদের অন্যতম শেখ রবিউল আলম রবি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অমান্য করে দখলদারি, চাঁদাবাজিসহ নানাবিধ অপরাধে জড়িয়ে সমালোচনায় পড়েন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল ইসলাম রবি। সর্বশেষ তার নাম এসেছে ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বে খুন হওয়া তানজিল জাহান ইসলাম তামিম হত্যাকাণ্ডে। পুলিশ এ হত্যার ঘটনায় শেখ রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে বলে জানিয়েছে। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে খুঁজছে পুলিশ।
দীপ্ত টিভির কর্মকর্তা হত্যাকাণ্ডে পুলিশ যা বলছে
তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. রুহুল কবির খান বলেছেন, হত্যাকাণ্ডের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মামুন এবং প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের কর্ণধার ও বিএনপি নেতা শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। জমির মালিককে প্লিজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের ৫টি ফ্ল্যাট দেয়ার চুক্তি থাকলেও, তারা দুটি হস্তান্তর করেছে। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মামুনের শ্বশুরের কাছে বিক্রি করেন শেখ রবিউল আলম রবি। ফ্ল্যাটটি তারা অবৈধভাবে জবরদখল করে রেখেছিল। যা নিয়ে গত তিন বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল।
‘‘এই দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সকালে অতর্কিতে সিসি ক্যামেরা ভেঙে সেই ফ্ল্যাটে হামলা করলে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল ইসলাম জাহান তামিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তামিম হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। এরইমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় না। আমরা বিষয়টাকে অপরাধ এবং অপরাধীর দৃষ্টিতেই দেখছি। রবিউল আলম রবি এ মামলার তিন নম্বর আসামি। তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান এবং প্রচেষ্টা অব্যাহত আছে। আশা করছি শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করতে পারব।
আমরা সংশ্লিষ্টতা পাচ্ছি। তবে এটা তদন্তাধীন বিষয়। তদন্ত শেষ হলেই কার কী ভূমিকা ছিলো সেটা পরিষ্কার হয়ে যাবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মামুনকে হত্যা মামলার মামলার ১ নম্বর আসামি করা হয়েছে। বিএনপি নেতা রবিউল ৩ নম্বর আসামি। জমির মালিকের সঙ্গে ডেভেলপার কোম্পানির দ্বন্দ্ব। সুতরাং রবিউলের দায়ই থাকবে। বাকিটা তদন্তে উঠে আসবে’’, বলেন এই পুলিশ কর্মকর্তা।
গ্রেপ্তার ৫
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। মামলায় তিন নম্বর আাসামি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি।
এখন পর্যন্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. আবদুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির ও বাঁধন।
শুক্রবার বিকেলে গ্রেপ্তার ৫ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে হাতিরঝিল থানা পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শেখ রবির বাসায় পুলিশের অভিযান
দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে (৩২) পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপি নেতা রবিউল আলম রবির বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। ওই সময় বাসায় কেউ ছিলেন না। শুক্রবার সন্ধ্যার পর হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিট রোডে থাকা আলমের বাসায় এই অভিযান চালানো হয়।
তেজগাঁও বিভাগের এডিসি জিয়াউল হক এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাতিরঝিলের ঘটনায় ডেভেলপার কোম্পানির মালিক রবিউল আলমের বাসায় অভিযান চালানো হয়েছে। বাসায় কাউকে পাওয়া যায়নি। গতকাল থেকে ওনারা বাইরে। তাকে গ্রেফতারে অভিযান চলবে।
শেখ রবিকে বিএনপির শোকজ
এ হত্যাকাণ্ডের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শোকজ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ শোকজ করা হয়।একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে চিঠির জবাব দেওয়ার কথা বলা হয়েছে।
অন্যদিকে এ হত্যাকাণ্ডের পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজনৈতিক এবং বিভিন্নি কারণে দীর্ঘ দিন দেশে না থাকা অনেকের বিষয়ে প্রশাসন, ব্যবসায়ী মহল এবং মিডিয়া হাউসসহ নানা প্রতিষ্ঠানকে সতর্ক করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তায় রুহুল কবির রিজভী বলেন, প্রবাসে অবস্থান করে নিজেদের খেয়াল খুশী মতো জীবন—যাপন করে এখন দেশে ফিরে এসে প্রভাব খাটিয়ে আরও বেশী স্বার্থ উদ্ধারের চেষ্টায় তৎপর থেকে প্রশাসন, ব্যবসায়ী মহল এবং মিডিয়া হাউসসহ নানা প্রতিষ্ঠানে খবরদারি করার চেষ্টা করা হচ্ছে। আমি এহেন উদ্দেশ্যপ্রণোদিত খবরদারি সম্পর্কে সচেতন থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি। এ সমস্ত ব্যক্তিরা কেউ বিএনপির প্রতিনিধিত্ব করে না।
সময় টিভিতে শেখ রবির চাঁদাবাজি
৫ আগস্টের পর বেসরকারি টেলিভিশন সময় টিভি ভাঙচুরের হুমকি দিয়ে পরে রক্ষার দায়িত্ব নেন শেখ রবিউল আলম। একপর্যায়ে সেসময় বিএনপি নেতা রবিউল আলম সময় টিভি কর্তৃপক্ষ থেকে কয়েক কোটি টাকা চাঁদা নেন। চাঁদা নেওয়ার পর তার লোকজন সময় টিভি পাহারা দিয়েছিল বলেও সেসময় অভিযোগ উঠেছিল।
এছাড়াও ৫ আগস্টের পর শেখ রবিউল আলমের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন এলাকায় দখলদারিত্ব ও চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। পরবর্তীতে বিগত দুই মাসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাকে থোড়াইকেয়ার করে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন বিএনপির এই নেতা। এখন শেষ পর্যন্ত ফ্ল্যাট দখল করতে গিয়ে খুনের আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই নেতা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত