এম এ আশরাফ, নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয় তুলে ধরতে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক টিম এখন বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ক কালে কলেজ শাখা ছাত্রদল, বরিশাল মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ সাথে ছিলেন। মতবিনিময়কালে ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি সহ-সভাপতি- মোঃ রিয়াদ রহমান, যুগ্ম-সম্পাদক -আরিফুল ইসলাম ও জুয়েল হোসাইন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন। এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছি।
এসময় অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে ব্যাগ বিতরণ করেন। এছাড়াও বই লিফলেট প্রতীক সবার মাঝে বিতরণ করে দেশের রাজনীতি ইতিহাস সংস্কারের বিষয় তুলে ধরেন ছাত্রনেতারা।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম তারেক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম তসলিম, বিএম কলেজ ছাত্রদলের আহবায়ক বাবু, সদস্য সচিব তাকলুদার সজল, সিনিয়র যুগ্ম আহবায়ক বাবর খালেদ, যুগ্ম আহবায়ক ইলিয়াস তালুকদার প্রমূখ।