ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ছাদের পলেস্তারা খসে পড়ে সোমবার রাতে ঘুমন্ত এক শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার আহত শিক্ষার্থী মাসুদকে দেখতে যান ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খানসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এসময় তারা আহত শিক্ষার্থীর খোঁজখবর নেন এবং হলের ঝুঁকিপূর্ণ আবাসিক ভবনসমূহ পরিদর্শন করেন। পলেস্তারা খসে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন শিবির নেতৃবৃন্দ।
শাখা সেক্রেটারি মহিউদ্দিন খান বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ছাত্রশিবির প্রদত্ত সংস্কার প্রস্তাবনায় ঝুঁকিপূর্ণ আবাসিক স্থাপনা সমূহের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এর আগেও হলের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে এসব বিষয়ে দাবিদাওয়া উপস্থাপন করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থায় আশানুরূপ উন্নতি পরিলক্ষিত হয়নি।
অনতিবিলম্বে মুহসীন হলসহ সকল হলের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সংস্কার সাধন, নতুন ভবন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলের পরিধি বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করার লক্ষ্যে কাজ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহবান জানান ছাত্রশিবির নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত