ঢাকা থেকে কুড়িগ্রামের রৌমারীতে আসা এক মাদ্রাসা শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমেনুল ইসলাম সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাস শনাক্ত হওয়া ওই শিক্ষার্থীর বাড়ি উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর গ্রামে। সে টাপুরচর নাছিরিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, সে ঢাকার সাভারে তার মামার বাড়ি বেড়াতে গিয়েছিল এবং গত ৬ এপ্রিল সে রৌমারীর দাঁতভাঙ্গা গ্রামে আসে। এরপর তার শারীরিক অসুস্খতা দেখা দিলে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসারত ডাক্তার তার লক্ষণ দেখে সন্দেহ করলে গত ১০ এপ্রিল নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। নমুনা সংগ্রহকালে তার সর্দি, জ্বর, কাশি, গলা ব্যাথা, হাপানি, ডায়রিয়া, হৃদরোগ, প্রেসারের লক্ষণ পাওয়া যায়।
গত ১৩ এপ্রিল ওই মাদ্রাসার শিক্ষার্থী শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া যায়।
রৌমারীতে এ পর্যন্ত ৪৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫ জনের নেগেটিভ ও একজনের পজিটিভ পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত