ববি প্রতিনিধি,ছয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ঢাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট তারা ছয় দফা দাবি জানিয়ে আসছে। অথচ পুলিশ শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এই হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার চায়। জাতির বিবেককে লাঞ্ছিত করার অধিকার কারোর নেই। যেকেউ যৌক্তিক দাবি নিয়ে কথা বলার অধিকার আছে। কিন্তু এভাবে স্বৈরাচারীদের মত আবারো আচারণ করলো পুলিশ। ৬ দফা দাবি মেনে নিয়ে শিক্ষকদের অধিকার ফিরিয়ে দিক রাষ্ট্র।
সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ,আইন বিভাগের শিক্ষার্থী শাহিদুল ইসলাম শাহেদ,সিরাজুল ইসলাম, রসায়ন বিভাগের রাকিব আহমেদ প্রমুখ।