প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ১১:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৩:৩২ পি.এম
ঢাকায় আসছেন ইআইবি ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার
তিনদিনের সফরে আগামীকাল মঙ্গলবার ঢাকায় আসছেন ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান অংশীদারিত্ব পর্যালোচনা ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিনিয়োগ সহযোগিতা বাড়াতে ঢাকায় আসছেন তিনি।
সূত্র জানায়, ইআইবি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের মালিকানাধীন বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠান। এটি ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ ব্যাংক হিসেবে কাজ করে। ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন কার্যক্রমের তত্ত্বাবধান করেন।
ঢাকা সফরকালে ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত