নীলফামারীর ডোমার উপজেলায় প্রাথমিক শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়নে মঙ্গলবার মতবিনিময় সভা হয়েছে।
ডোমার উপজেলা পরিষদ হলরুমে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমির হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ মুজাহিদুল ইসলাম, উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগ। বিশেষ অতিথি ছিলেন মোঃ নরেজ উদ্দিন সরকার জেলা শিক্ষা কর্মকর্তা নীলফামারী।
সভায় প্রধান অতিথি, উপ পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষক হচ্ছে জাতির বিবেক। সমাজ ও জাতি গঠন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আপনাদের। আমরা সকলে মিলে প্রাথমিক শিক্ষার নয়া দিগন্ত রংপুর বিভাগ তথা ডোমার উপজেলা থেকে সারাদেশে ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ হই।
তিনি আরো বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা সম্প্রসারণ ও জ্ঞান বিতরণের ক্ষেত্রে একজন শিক্ষক, শিক্ষা ও সভ্যতার অধিকতর অগ্রগণ্য অভিভাবক। বই পড়ার প্রতি গুরুত্ব বাড়ানোর জন্য রংপুর বিভাগের প্রতিটি উপজেলায় শিক্ষকদের মাঝে বই পড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি।
সভায় উপজেলার ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত