প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করা এবং কংগ্রেসের কার্যক্রমে বাধা দেয়ায় অভিশংসিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে বুধবার রাতে হাউজ অব রেপ্রেজেন্টেটিভে অভিশংসিত হলেন ট্রাম্প। এখন তার প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারা বা না পারা নির্ভর করছে আগামী জানুয়ারিতে সিনেটের শুনানিতে।
তবে হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট সিনেটের ট্রায়ালে অভিযোগ থেকে পুরোপুরি অব্যাহতি পাওয়ার ব্যাপারে নিশ্চিত।
ট্রাম্প ছাড়া আর অন্য যে দুজন মার্কিন প্রেসিডেন্ট এর আগে অভিশংসিত হয়েছেন তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিনটন।
অভিশংসনের জন্য ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি অভিযোগের মধ্যে প্রথম অভিযোগ অর্থাৎ ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন ২৩০ জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৭ জন।
অপরদিকে, দ্বিতীয় অভিযোগ তথা কংগ্রেসের কার্যক্রমে বাধা দিয়েছেন বলে মনে করে অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ২২৯টি জন ও বিপক্ষে পড়েছে ১৯৮ ভোট।
ভোটাভুটি চলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিশিগানের ব্যাটল ক্রিকের এক প্রচারণা সভায় ভাষণ দিচ্ছিলেন।
সেখানে তিনি বলেন, ‘আমরা যখন মিশিগানের জন্য লড়াই করছি, নতুন কর্মসংস্থান করছি, তখন কংগ্রেসের কট্টর বামপন্থীরা ঘৃণা ও বিদ্বেষে পূর্ণ হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কী ঘটছে সেখানে।’
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত