গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অঅরও ১২৩ জন ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ৯৪ জন এবং অন্যান্য বিভাগে ২৯ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, Dengue তে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৫৯৪ জন। চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৫ হাজার ৮৯৭ জন ভর্তি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ হাজার ২০৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।
ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ৪৭৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১১৬ জন ভর্তি রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত