শাহাদাত হোসেন নোবেল, খুলনা:
খুলনার ডুমুরিয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা/ পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৪০০ জনকে সবজি বীজ, ৪৫ জনকে শীতকালীন পেঁয়াজ বীজ, ৩৫০ জনকে সরিষা বীজ, ৭৫০ জনকে সূর্যমুখী বীজ, ৩০ জনকে গম বীজ বিনামুল্যে প্রদান করা হয়। প্রত্যেককে হাইব্রীড সবজি বীজ ৪০ গ্রাম, শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি, সরিষা বীজ ১ কেজি, সূর্যমুখী বীজ ১ কেজি, গম বীজ ২০ কেজি, ড্যাপ সার ১০ কেজি, এবং মিওরেট অব পটাশ সার ১০ কেজি সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা/পূনর্বাসন কর্মসূচীর আওতায় রবি মৌসুমে সরিষা, সূর্যমুখী, গম, শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার, মুহাম্মদ আল-আমিন, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,ডুমুরিয়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, ডুমুরিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম এবং মোঃ আরিফুল ইসলাম।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত