ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম:

নগরের দক্ষিণ হালিশহর বন্দরটিলায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষাবিদ ও আইনজীবী এডভোকেট মোঃ শাহেদ।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাচিকসের সাবেক সভাপতি হেকিম মোঃ সেলিম রেজা, সংগঠনের সভাপতি ডাঃ মোঃ শফিউল বাশারের সভাপতিত্বে ও ডাঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা ডা: এম এ কাশেম, ডাঃ একেএম শহীদুল ইসলাম, ডাঃ রঞ্জিত দেব।

ইফতার মাহফিল উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ডা মাওঃ মোঃ আমির হোসাইন, সহকারী সমন্বয়ক ডাঃ এহসান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শামীম সিকদার, অর্থ সম্পাদক ডাঃ মোঃ রহিম চৌধুরী, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, ডাঃ মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।
অতিথির বক্তব্যে এডভোকেট শাহেদ বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা জণগণের কাছে আরো গ্রহণ যোগ্য করতে ডিএইচএমএস হোমিও কল্যাণ সোসাইটির ভূমিকা রাখতে পারে।তিনি বলেন,ঐক্যবদ্ধ হয়ে চিকিৎসা সেবায় সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ডাঃ মাওলানা মোঃ আমির হোসাইন।