ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে অভিনেতা-নির্মাতা সাজু মেহেদীর টাঙ্গাইলের বাড়িতে। এ সময় ডাকাতের নৃশংস আক্রমণে তাঁর স্ত্রী নাদিয়া আক্তার নদীর গলার শ্বাসনালী কেটে গেছে। বর্তমানে তিনি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা সাজু।
এ ছাড়া বাসা থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা, ব্যাংকের ক্রেডিট কার্ড ও অন্যান্য কাগজপত্র নিয়ে গেছে ওই ডাকাত। শনিবার (১৯ অক্টোবর) টাঙ্গাইলের সাবালিয়া বটতলা এলাকায় বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
সাজু জানান, জরুরি অপারেশনের পর এখন নদী শঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন।
অভিনেতা-নির্মাতার দাবি, তাঁর স্ত্রীকে হত্যা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ডাকাত সেজে বাসায় গিয়ে এমন নৃশংস আক্রমণ করেছে।
ঘটনার বিবরণ জানিয়ে প্রিয়দেশকে তিনি বলেন, ‘ক’দিন আগেই কুরতুবী মাদ্রাসা মোড়ে আমরা একটা কসমেটিক্সের দোকান দিয়েছি। তো একজন লোক শাড়ি-কাপড় সাপ্লাই দেওয়ার কথা বলে আমার স্ত্রীকে। ওই লোককে শাড়ি-কাপড় দোকানে পৌঁছে দেওয়ার কথা বললে আমার স্ত্রীর কাছে সে জানতে চায়, এখন কোথায় আছেন? আমার স্ত্রী জানান, দোকান থেকে বাসায় ফিরছে। এর একটু পরই বাসায় গেলে আমার স্ত্রীর গলায় ছুরি দিয়ে আক্রমণ করে একজন। ওর শ্বাসনালী কেটে ফিনকি দিয়ে রক্ত পড়তে শুরু করে। তখন ওই ডাকাত আমার স্ত্রীকে এ অবস্থায় বাথরুমে ঠেলে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। সে তখন চিৎকার করতেও পারছিল না। অবশেষে ডাকাত পালিয়ে গেলে, বাথরুমের ভেতর থেকে একটা ব্রাশের হাতল দিয়ে চেষ্টা করে বেরিয়ে আসতে সক্ষম হয়। তখন বাসায় আমরা কেউ ছিলাম না। আমার ছেলে ছিল দোকানে।’
সাজু আরও বলেন, ‘আমার স্ত্রীকে হত্যার উদ্দেশেই এমন আক্রমণ হয়েছে। আগে থেকেই হয়তো ডাকাতরা তাকে ফলো করছিল। ডাকাত একজনই ঘরে ঢুকেছিল, আমরা তাকে চিনতে পেরেছি। তার মোবাইল নাম্বার পেয়েছি। অতি দ্রুত মামলা করব।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই টেলিভিশন নাটকে কাজ করছেন সাজু মেহেদী। নির্মাণের পাশাপাশি তাঁকে অভিনয়েও দেখা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত