৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক-হানাদার মুক্ত দিবস। দিনটি পালনে এবার জেলা মুক্তিযোদ্ধা সংসদ নানা কর্মসুচি গ্রহন করেছে।
গত রোববার বিকেলে এ উপলক্ষে উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে বক্তব্যদেন জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম ফারুক রুবেল ও এ্যাড. মোস্তাক আলম টুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়, ৩ ডিসেম্বর সকালে র্যালি, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন সন্ধ্যায় আতোশবাজী।
এবার ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস পালন হবে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে, সহযোগিতায় থাকবে জেলা আ’লীগ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত