নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, টিসিবির গাড়ি-দোকান সংখ্যা ও পণ্য সরবরাহ বৃদ্ধি, স্থায়ী রেশনিং ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালুর দাবিতে গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঠাকুরগাঁও জেলা কমিটি।
অদ্য রোববার ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সহসাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, সদর উপজেলা সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, জেলা নেতা রেজওয়ানুল হক রিজু প্রমূখ। অবস্থান কর্মসুচিতে ঈদের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস-বকেয়া পরিষোধ, নূন্যতম মজুরী ঘোষনা এবং গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের বিষয়ে বক্তব্য দেন নেতৃবৃন্দ ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত