ঠাকুরগাঁওয়ে কোভিড-১৯ প্রতিরোধে সাংবাদিকদের মাঝে ব্যাক্তিগত স্বাস্থ্য সুরক্ষা উপকরন ও রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিকারক হোমিও ওষুধ আর্সেনিকম আ্যলবাম-৩০ বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের আয়োজনে শনিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আধুনিক ভিআইপি হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ, সাবেক সহ সভাপতি শাহীন ফেরদৌস, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমুখ।
সভা শেষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রত্যেককে ৫০টি করে মাস্ক, ১০ জোড়া হ্যান্ড গ্লাভস ও একটি করে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। এছাড়াও হোমিওপ্যাথিক চিকিৎসক আশরাফুল ইসলামের পক্ষ থেকে সাংবাদিকদের আর্সেনিকম আ্যলবাম-৩০ ওষুধের একটি করে ফাইল দেওয়া হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত