ঠাকুরগাঁওয়ে সমতলের আদিবাসীদের সার্বিক মানবাধিকার শীর্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের মানবাধিকার সুরক্ষায় এগিয়ে আসুন এই শ্লোগানে সমতলের আদিবাসীদের সার্বিক মানবাধিকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আধুনিক ভিআইপি হলরুমে এ সংলাপের আয়োজন করা হয়।

জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী নারী ও শিশু কল্যাণ সংস্থা ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের আয়োজনে সংলাপ অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক, ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও আদিবসাী পরিষদের উপদেষ্টা এ্যাড. ইমরান হোসেন চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম রুবায়েত, জাতীয় আদিবাসী পরিষদের দিনাজপুর জেলা কমিটির সদস্য শিবানী ওরাও, সাংবাদিক এটিএম সামসুজ্জোহা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় আদিবাসী পরিষদ জেলা কমিটির সদস্য সচিব বিশু রাম মুরমু। সভায় সমতলের আদিবাসীদের সার্বিক মানবাধিকার রক্ষায় বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার জাতীয় আদিবাসী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।