বছর ঘুরে আবার এসেছিল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব-শারদীয় দুর্গাপূজা।
দিনের পরিক্রমায় ভক্তদের কাছ থেকে আবারও বিদায় নিলেন দুর্গা । প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন ঠাকুরগাঁওয়ের সনাতন ধর্মাবলম্বীরা।২৬ অক্টোবর শেষ বিকেলে সিঁদুর খেলা শেষে আনন্দ উৎসব ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হয়।
গত ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সোমবার ২৬ অক্টোবর বিকাল ৫টায় প্রতিমা বিসর্জন হয় ।
প্রতিমা বিসর্জনের পূর্বে সনাতন ধর্মাবলম্বী নারীরা প্রথমে দুর্গার পায়ে সিঁদুর দিয়ে তাঁদের ভক্তি জানান। পরে নিজেদের মধ্যে সিঁদুর খেলায় আনন্দে মেতে উঠেন এবং এ সময় সকল পূজা মণ্ডপে প্রসাদ বিতরণ করা হয়।
এ বিষয়ে পূজা উৎযাপন কমিটির সদস্যরা জানান, পূজা সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে এবং আমরা শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন করেছি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত