ঠাকুরগাঁওয়ে শর্ত নিয়ে খুলছে দোকান পাট

ঠাকুরগাঁওয়ে আয়োজিত ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ আলোচনায় আগামীকাল ২৮/০৫/২০২০ খ্রিস্টাব্দ তারিখ হতে কাপড়, জুতা, কসমেটিকস এবং রেডিমেড কাপড়ের দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য যে, সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি ও নির্দেশনা এবং গত ০৭/০৫/২০২০ খ্রিস্টাব্দ তারিখের সভার সিদ্ধান্ত মেনে সকাল ১০.০০টা হতে বিকাল ০৪.০০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

সম্মানিত জেলা প্রশাসক জনাব ড. কে এম কামরুজ্জামান সেলিম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত পুলিশ সুপার জনাব মোহা: মনিরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. নূর কুতুবুল আলম এবং ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সহসভাপতি জনাব মো. মনিরুজ্জামান জুয়েল, ঠাকুরগাঁও জেলা ব্যবসায়ী কল্যান সোসাইটির সম্মানিত সভাপতি জনাব মো. ফরিদুল ইসলাম ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সহ আরো অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত সকলে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং করোনাভাইরাস বিষয়ে একে অপরকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান ও আগামীতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।