ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মানের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকোর্সকে ৩ বছরে রুপান্তর, বিএনবিসি-২০২০ এর বিতর্কিত ধারা উপধারা সংশোধন সহ ছাত্র শিক্ষক ও পেশাজীবীদের পেশাগত সমস্যা সমাধান এবং আইইবি’র ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
সংগ্রাম পরিষদের আহবায়ক এ কে এম সফিউল এনাম পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর কেনিক, আইইবির সহ সভাপতি মাহবুবুর রহমান। এ সময় অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, সিনিয়র সহ সভাপতি সেলিমুর রহমান, সদস্য সচিব সাইফুর রহমান সহ-সভাপতি ঠাকুরগাঁও জেনিক মামূনূর রশীদ, সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত