ঠাকুরগাঁওয়ে একদিনে ২৫ জন করোনা রোগী শনাক্তের ঘটনা ঘটলেও বুধবার রাত পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানায় ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, এসময় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ল্যাবে ৯২ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হলেও কোনো রিপোর্ট পাওয়া যায়নি।
বুধবার (৩ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সুব্রত কুমার সেন।
তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ ১৮৮ জনের করোনা টেস্ট করা যায়। কিন্তু সেখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর থেকে ৪০০ থেকে ৫০০ জনের স্যাম্পল সংগ্রহ করে পাঠানো হয়। ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত স্যাম্পল পাঠানোর কারনে টেস্ট করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুল লতিফ তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন দুই দিনে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে পাঠানো নমুনার কোনো পরীক্ষা হয়নি। নো টেস্ট নো করোনা। সাংস্কৃতিক কর্মী রেজওয়ানুল হক রিজু , বিশিষ্ট ব্যবসায়ী এম এস আহমেদ রাজু, নাগরিক ঐক্য পরিষদের মাহমুদ হাসান প্রিন্স, সাংবাদিক এমদাদুল হক ভুট্টো, শিক্ষক আনিসুর রহমান মিঠু সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ জরুরী ভিত্তিতে ঠাকুরগাঁয়ে পিসিআর ল্যাপ স্থাপনের দাবি জানান।
উল্লেখ্য করোনাভাইরাস মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে পিসিআই ল্যাব স্থাপনের উদ্দেশ্যে গত ২১ মে বিশেষজ্ঞের সরোজমিনে জরিপে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ডঃ আনোয়ার খসরু পারভেজ । তিনি পরিদর্শন শেষে জরিপ করে জানান যে ঠাকুরগাঁয়ের পিসিআর ল্যাব স্থাপনের জন্য সুষ্ঠু পরিবেশ ও স্থাপনার পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে বলে রিপোর্ট পেশ করেন।
এপর্যন্ত ঠাকুরগায়ে ১২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ২ জন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত