ঠাকুরগাঁওয়ে আগামী ২৮ থেকে ৩০ জুন ডিজিটাল মেলা উদযাপন উপলক্ষে জুম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, নির্বাহী সদস্য আব্দুল লতিফ, সাংবাদিক এসএম জসিম উদ্দিন, গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিজিটাল পদ্ধতি জুম ব্যবহার করে জেলা প্রশাসক ও নিজ নিজ বাড়ি থেকে কনফারেন্সিংয়ের মাধ্যমে সংবাদকর্মীরা সভার সাথে যুক্ত হয়।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, এবার তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল মেলা উদযাপিত হবে। এতে করে আইডি ও পাসওয়ার্ড সকলকে প্রদান করবে জেলা প্রশাসন। এছাড়াও এ বছর মেলায় ৪টি প্যাভিলিয়ন থাকবে। সেখান থেকে কেভিড-১৯ এর জন্য বিস্তারিত তথ্য সরবরাহ করা হবে। বিশেষ করে মুজিব শতবর্ষ নামে একটি স্পেশাল প্যাভিলিয়ন থাকবে। জনসাধারণ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মেলার যাবতীয় কার্যক্রমের সাথে যুক্ত হতে পারবেন এবং পরামর্শ প্রদান করতে পারবেন।
আগামী ২৮ জুন মেলা চালু হলেও ২৯ জুন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানান জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত