ঠাকুরগাঁওয়ে বক্ষব্যাধি ক্লিনিকে জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে ফিতা কেটে পরীক্ষার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা: শুভেন্দু কুমার দেবনাথ, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ জামান জুয়েল, শিশু বিশেষজ্ঞ ডা: সাজ্জাদুর হায়দার শাহীন, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: মো: মেরাজুল ইসলাম সোনা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সুপ্রিয় জুট মিলের ব্যাবস্থাপনা পরিচালক বাবলুর রহমান প্রমুখ।
বক্তারা এক্সপার্ট মেশিন প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এর মাধ্যমে প্রতিদিন ৩ থেকে ৪ জনের করোনা পরীক্ষার ফলাফল ১ ঘন্টার মধ্যেই পাওয়া যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত